Justish Abhijit Ganguly : ঠুনকো নয় বিচার ব্যবস্থা, হাই কোর্ট নিয়ে মুখ খুললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

Updated : Jan 17, 2023 21:25
|
Editorji News Desk

ভয় দেখিয়ে বিচার ব্যবস্থাকে কাবু করা যাবে না।  হাই কোর্ট কাণ্ডে অবশেষে মুখ খুললেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে সোমবারের ঘটনার পিছনে শাসক দলের কোনও ভূমিকা নেই বলেই দাবি কলকাতা হাই কোর্টের বিচারপতির। 

সোমবার বিচারপতি রাজাশেখর মান্থার নামে হাই কোর্ট চত্বরেও পোস্টার পড়ে। তারও আগে তাঁকে নিয়ে দু’পক্ষের আইনজীবীদের সংঘর্ষে ধুন্ধুমার বাঁধে আদালত চত্বরেই। মঙ্গলবার বিচারপতি মান্থারকে সরাসরি বয়কটের প্রস্তাব আনেন কলকাতা হাই কোর্টের আইনজীবীদের একাংশ। এ সব নিয়ে গত দু’দিন নীরব ছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার সন্ধ্যায় তিনি জানান, তাঁর দীর্ঘ দিনের অভিজ্ঞতায় এমন ঘটনা হাইকোর্টে দেখেননি। পশ্চিমবঙ্গে বিচার ব্যবস্থাকে ভয় দেখিয়ে সন্ত্রস্ত করে রাখার চেষ্টা করা হচ্ছে। কিন্তু বিচার ব্যবস্থাকে এ ভাবে ভয় দেখানো যাবে না।


কিন্তু এই পরিস্থিতির জন্য দায়ী কে? বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মতে, তিনি শাসকদলের বিরুদ্ধে অভিযোগ করবেন না। শুনেছেন শাসকদল তাঁদের (বয়কটের পক্ষে থাকা আইনজীবী) প্রত্যাখ্যান করেছে। শাসকদলের অনেকেই তাঁকে ভালবাসেন। তিনি শুনেছেন, তারাও এটাকে সমর্থন করেনি।

সোমবার থেকেই বিচারপতি রাজাশেখর মান্থার বিরুদ্ধে হাই কোর্টে বিক্ষোভ দেখাচ্ছেন আইনজীবীদের একাংশ। তাঁদেরকে তৃণমূলপন্থী বলেও মন্তব্য করেছেন কেউ কেউ। মঙ্গলবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ও বলেছেন, ‘‘আদালত চত্বরে ওই বিক্ষোভে যাঁরা ছিলেন তাঁদের প্রত্যেককেই আমি চিনি।’’

Abhijit GangulyCalcutta High CourtJustice Abhijit Gangopadhyay

Recommended For You

editorji | কলকাতা

Kolkata Metro : বর্ষবরণের রাতে পার্টি করে বাড়ি ফেরার চিন্তা করছেন? বিশেষ উপহার কলকাতা মেট্রোর

editorji | কলকাতা

Mamata Banerjee : বর্ষ শেষের আগে সন্দেশখালিতে মমতা, করবেন সরকারি প্রকল্পের উদ্বোধন

editorji | কলকাতা

Kolkata Metro Rail : সুড়ঙ্গ যাত্রায় যাত্রী বাড়ল প্রায় ১৬ শতাংশ, তাতেও মেট্রোকে নিয়ে খুশি নয় কলকাতা

editorji | কলকাতা

Christmas Market : সান্টার সাজে গোপাল, বড়দিনের বাজারে চমক হাতিবাগানে

editorji | কলকাতা

Kolkata Book Fair: ময়দানের স্মৃতি ফিরছে সেন্ট্রাল পার্কে, খোলা আকাশের তলায় বইমেলা, ধুতি-শাড়িতে ম্যাসকট!