ভয় দেখিয়ে বিচার ব্যবস্থাকে কাবু করা যাবে না। হাই কোর্ট কাণ্ডে অবশেষে মুখ খুললেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে সোমবারের ঘটনার পিছনে শাসক দলের কোনও ভূমিকা নেই বলেই দাবি কলকাতা হাই কোর্টের বিচারপতির।
সোমবার বিচারপতি রাজাশেখর মান্থার নামে হাই কোর্ট চত্বরেও পোস্টার পড়ে। তারও আগে তাঁকে নিয়ে দু’পক্ষের আইনজীবীদের সংঘর্ষে ধুন্ধুমার বাঁধে আদালত চত্বরেই। মঙ্গলবার বিচারপতি মান্থারকে সরাসরি বয়কটের প্রস্তাব আনেন কলকাতা হাই কোর্টের আইনজীবীদের একাংশ। এ সব নিয়ে গত দু’দিন নীরব ছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার সন্ধ্যায় তিনি জানান, তাঁর দীর্ঘ দিনের অভিজ্ঞতায় এমন ঘটনা হাইকোর্টে দেখেননি। পশ্চিমবঙ্গে বিচার ব্যবস্থাকে ভয় দেখিয়ে সন্ত্রস্ত করে রাখার চেষ্টা করা হচ্ছে। কিন্তু বিচার ব্যবস্থাকে এ ভাবে ভয় দেখানো যাবে না।
কিন্তু এই পরিস্থিতির জন্য দায়ী কে? বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মতে, তিনি শাসকদলের বিরুদ্ধে অভিযোগ করবেন না। শুনেছেন শাসকদল তাঁদের (বয়কটের পক্ষে থাকা আইনজীবী) প্রত্যাখ্যান করেছে। শাসকদলের অনেকেই তাঁকে ভালবাসেন। তিনি শুনেছেন, তারাও এটাকে সমর্থন করেনি।
সোমবার থেকেই বিচারপতি রাজাশেখর মান্থার বিরুদ্ধে হাই কোর্টে বিক্ষোভ দেখাচ্ছেন আইনজীবীদের একাংশ। তাঁদেরকে তৃণমূলপন্থী বলেও মন্তব্য করেছেন কেউ কেউ। মঙ্গলবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ও বলেছেন, ‘‘আদালত চত্বরে ওই বিক্ষোভে যাঁরা ছিলেন তাঁদের প্রত্যেককেই আমি চিনি।’’