পুজোর ঢাকে কাঠি পড়েই গেল, আর মাত্র একটা মাস। কিন্তু আকাশে বাতাসে শরতের আমেজের কিন্তু দেখা নেই। আবার এখনই বৃষ্টির থেকেও রেহাই মিলছে না বঙ্গবাসীর। হাওয়া অফিস সূত্র খবর, বঙ্গোপসাগরে নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে যার জেরে জেলায় জেলায় এর প্রভাব পড়বেই।
এদিকে নিম্নচাপের অভিমুখ দক্ষিণ ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের দিকে, তাই বাংলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছেই। উত্তাল থাকবে বঙ্গোপসাগর। তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা থাকবে আকাশ। উত্তরবঙ্গের ৫ জেলাতেও বৃষ্টির পূর্বাভাস থাকছে।
Kolkata Police: আগামী ৬ মাস একাধিক সামগ্রী নিয়ে কলকাতায় ঢোকা যাবে না, নির্দেশিকা পুলিশের
হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায়। মৎসজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি হয়েছে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৮ ডিগ্রি সেলসিয়াস।