রাজ্যে মহার্ঘ্য ভাতার দাবিতে আন্দোলন। সেই আন্দোলনে যোগ দিয়েছেন একাধিক শিক্ষক। এবার সেই শিক্ষকদেরই বদলির অভিযোগ। রাজ্য ও প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে রিপোর্ট চাইলেন হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোমবার এই মামলার শুনানিতে রাজ্যে আইনজীবীর উদ্দেশে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বদলির নির্দেশের উপর স্থগিতাদেশ দেন। জানান, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই শিক্ষককে বদলি করা যাবে না।
DA-এর দাবিতে আন্দোলনে যোগ দেওয়ায় বদলি করা হয়েছে। এই অভিযোগে হাই কোর্টের দ্বারস্থ হন হাওড়ার প্রাথমিক স্কুল শিক্ষক অমিত কুমার ঘোষ। তাঁর বক্তব্য, দূরের এক স্কুলে বদলি করেছে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। এই আবেদনের প্রেক্ষিতেই রাজ্য ও প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে রিপোর্ট চেয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
গত ১০ মে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে শিক্ষকদের বদলি সংক্রান্ত বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা বোর্ডগুলিকে একটি নির্দেশ পাঠানো হয়েছে।