রেশন বণ্টন দুর্নীতিতে ধৃত রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের শরীর ঠিক যাচ্ছে না। এবার তাঁকে এসএসকেএম হাসপাতালের আইসিইউ-তে রাখা হল। রাজ্যের মন্ত্রীকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। আদালতের নির্দেশে রাজ্যের ধৃত মন্ত্রীকে প্রেসিডেন্সি কেন্দ্রীয় সংশোধনাগারে রাখা রয়েছে। সেখানেই অসুস্থ হন জ্যোতিপ্রিয়।
গত মঙ্গলবার থেকেই কলকাতার হাসপাতালে ভর্তি তিনি। তাঁর জন্য তৈরি করা হয়েছে বিশেষ মেডিক্যাল বোর্ড। প্রায় প্রত্যেক বিশেষজ্ঞ চিকিৎসক তাঁর শরীরের উপর নজর রাখছেন। রেশন বণ্টন দুর্নীতিতে গ্রেফতারের পর থেকেই জ্যোতিপ্রিয় অসুস্থতা মাঝে মধ্যেই বেড়েছে।
১৪ দিন ইডি হেফাজতে থাকার পর প্রেসিডেন্সি জেলে পাঠানো হয়েছিল জ্যোতিপ্রিয়কে। তার আগে ইডি হেফাজতে থাকাকালীনই স্বাস্থ্য পরীক্ষার জন্য যাওয়ার পথে সাংবাদিকদের সামনে তিনি একাধিক বার নিজের অসুস্থতার কথা বলেছিলেন।