রেশন বণ্টন দুর্নীতিতে নিজেকে বারবার নির্দোষ বলে দাবি করছেন গ্রেফতার রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। কিন্তু আদালতের মধ্যে দাঁড়িয়ে এই দাবি নাকি করতে পারলেন না তিনি। বরং এজলাসে কার্যত নীরবই থাকলেন রেশন বণ্টন দুর্নীতিতে গ্রেফতার জ্যোতিপ্রিয়।
আদালতে এদিন হাজিরার আগে পর্যন্ত নিজেকে নির্দোষ বলেই দাবি করেছিলেন রাজ্যের মন্ত্রী। দাবি করেছিলেন, তাঁকে ফাঁসানো হয়েছে। আর এর পিছনে রয়েছে বিজেপির ষড়যন্ত্র। গোটা বিষয় সম্পর্কে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকিবহাল বলেও দাবি করেছিলেন জ্যোতিপ্রিয়।
কিন্তু আপাতত তাঁকে ইডি হেফাজতেই থাকতে হচ্ছে। এদিন ব্যাঙ্কশাল আদালত তাঁকে আরও সাতদিন ইডি হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে। আদালত থেকে বেরিয়ে সেই একই দাবি জ্যোতিপ্রিয়র। তিনি নির্দোষ।