সব ঠিকভাবে চললে আগামী অগাস্ট মাসেই খোলনলচে বদলে যেতে পারে কালীঘাট মন্দিরের। জোরকদমে চলছে সংস্কারের কাজ। গতি একই থাকলে খুব শিগগিরিই কালীঘাট মন্দিরে উদ্বোধন হবে নতুন স্কাইওয়াকও। পয়লা বৈশাখের আগে কালীঘাটে পুজো দিতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখনই সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছিলেন খুব শীঘ্রই নতুন ভাবে কালীঘাটকে পাওয়া যাবে।
সম্প্রতি কালীঘাট মন্দির সূত্রে জানা গিয়েছে, আগামী অগাস্ট মাসের মধ্যেই কালীঘাট খুলে যাওয়ার কথা। উল্লেখ্য, কালীঘাটের মন্দির সংস্কারের দায়িত্ব প্রথমে ছিল কলকাতা পুরসভার কাঁধেই। ১৮ মাসের মধ্যে কাজ শেষের নির্দেশ থাকলেও তা করতে ৪ বছর কেটে যায় পুরসভার। শেষমেশ মুখ্যমন্ত্রী কালীঘাট মন্দির সংস্কারের দায়িত্ব রিলায়্যান্স গোষ্ঠীকে দেওয়ার সিদ্ধান্ত নেন।