এবার কালীঘাট মন্দির সংস্কার করবে রিলায়েন্স গোষ্ঠী। বৃহস্পতিবার মন্দির কমিটির সদস্যরা একটি বৈঠক করে আম্বানি গোষ্ঠীর কাছে সংস্কারের দায়িত্ব তুলে দিয়েছে। কাজ শুরু হবে কয়েকদিনের মধ্যেই।
কলকাতা পৌরনিগম কালীঘাট মন্দিরের সংস্কারের কাজে ঢিলেমি দিচ্ছে বলে অভিযোগ মন্দির কর্তৃপক্ষের। সেকারণে রিলায়েন্সের হাতে দায়িত্বভার তুলে দেওয়া হয়েছে। তাদের তরফে জানানো হয়েছে, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সংস্কারের কাজ শেষ হবে।
কোন কোন জায়গা সংস্কার করা হবে?
জানা গিয়েছে, রিলায়েন্সের সঙ্গে চুক্তি অনুযায়ী দেবীর গর্ভগৃহ, ভোগঘর, নাটমন্দির, কুণ্ডুপুকুরের সংস্কার করা হবে। এছাড়াও মন্দিরের আরও কয়েকটি জায়গার সংস্কার করা হবে। মন্দির কর্তৃপক্ষের তরফে আরও জানানো হয়েছে, সংস্কার করা হলেও মন্দিরের ঐতিহ্য়ের কোনও পরিবর্তন করা হবে না।
অন্যদিকে যেহেতু কালীঘাট মন্দির হেরিটেজ আওতাভুক্ত সেকারণে সংস্কারের আগে কলকাতা পৌরনিগমের হেরিটেজ কমিশনের থেকেও অনুমোদন নেওয়া প্রয়োজন।