রাজ্যে ক্রমবর্ধমান করোনা(Corona) পরিস্থিতিতে এবার কালীঘাট(Kalighat) মন্দিরের গর্ভগৃহে ভক্তদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল মন্দির কর্তৃপক্ষ। তবে ভক্তদের প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও খোলা থাকবে কালীঘাট মন্দির(Kalighat Mandir)। বাইরে থেকে ভক্তরা দর্শন করতে পারবেন।
জানা গেছে, আগামী ১১ থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। এই সময়পর্বে শুধুমাত্র পালাদার এবং সেবায়েতরা মন্দিরের গর্ভগৃহে নিত্যপুজো চালাবেন।
আরও পড়ুন- Purulia : মুখে নেই মাস্ক, শিকেয় সামাজিক দূরত্ববিধি; চূড়ান্ত অসেচতনতার ছবি ধরা পড়ল পুরুলিয়ায়
রাজ্যের করোনা(Coronavirus) পরিস্থিতির কথা মাথায় রেখে বহু মন্দিরেই ভক্ত প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এবার সেই তালিকায় নাম লেখালো কলকাতার কালীঘাট মন্দির(Kalighat Mandir)। গত ৩১ জুলাই ভক্তদের জন্য গর্ভগৃহ খুললেও করোনার বাড়বাড়ন্তে আবার তা বন্ধ করতে বাধ্য হল কালীঘাট মন্দির কর্তৃপক্ষ।