দৌড় থামে না। থামতে পারে না। তাই নতুন দিনে, নতুন করে শুরু করতে হয়। মঙ্গলবারের শিয়ালদহ স্টেশন সেই ছবিটাই প্রত্যক্ষ করল। সোমবার সকালে উত্তরবঙ্গের রাঙাপানিতে মালগাড়ির ধাক্কায় বিপর্যস্ত হয়েছিল। সেই বিপর্যয় নিয়ে কলকাতায় ফিরেছিল ভোর রাতে। এদিন ফের গুয়াহাটির দিকে ছুটল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। শুধুমাত্র এদিনের জন্য বদল করা হয়েছে ট্রেনের সময়। নির্ধারিত সময়ের দু ঘণ্টা পর এদিন শিয়ালদহ থেকে ছেড়ে গুয়াহাটির দিকে রওনা দিল এই ট্রেন। সব কিছুকে স্বাভাবিক করে।
ইতিমধ্যেই, স্বাভাবিক হয়েছে রাঙাপানি। ফের ওই লাইন দিয়ে ছুটছে দূরপাল্লার ট্রেন। এদিন শিয়ালদহে গিয়ে দেখা গেল, নির্ধারিত স্টেশনে কাঞ্চনজঙ্ঘার অপেক্ষায় ছিলেন যাত্রীরা। ট্রেন স্টেশনে আসতেই স্বস্তি। রেল জানিয়েছে, তদন্তের জন্য এদিনই ঘটনাস্থলে যাচ্ছেন পদস্থ কর্তারা।
এদিকে, দুর্ঘটনার ধকল কাটিয়ে মঙ্গলবার ভোর রাতেই কলকাতায় ফিরেছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। শিয়ালদহ স্টেশনে ট্রেনের যাত্রীদের বাড়ি যাওয়ার ব্যবস্থা নিশ্চিত করেছে রাজ্য প্রশাসন। মেয়র ফিরহাদ হাকিম এবং পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এই ব্যাপারে তদারকি করেন।