Kasba Political : উদ্ধার হামলার ব্যবহার করা স্কুটার, কসবার ঘটনায় ফের প্রশ্ন পুলিশের ভূমিকা নিয়ে

Updated : Nov 20, 2024 09:09
|
Editorji News Desk

তখন ভর সন্ধে। রোজেই মতোই নিজের বাড়ির সামনে বসে আছেন তৃণমূল কাউন্সিলর। পাশে আরও দু জন। তাঁদের মধ্যে একজন মহিলা। রাস্তার সামনে দিয়ে গাড়ি যাচ্ছে। ফুটপাতের ঠিক সামনে এসে দাঁড়াল একটা বাইক। হেলমেট মাথায় বাইক থেকে নেমে এলেন এক যুবক। প্রায় বিনা বাধায় এগিয়ে গেলেন তৃণমূল কাউন্সিলরের দিকে। তারপর...। 

কলকাতা পুরসভার ১০৮ নম্বর ওয়ার্ড এলাকার এই ছবিই এখন ভাইরাল। ধরা পড়েছিল রাস্তার ক্লোজ সার্কিট ক্যামেরায়। এই ঘটনায় বরাত জোরেই প্রাণ ফিরে পেয়েছেন ওই এলাকার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। ট্রিগার টিপলেও চলেনি গুলি। প্রাথমিক ভাবে এই ঘটনার তদন্তে মূল অভিযুক্ত গুলজার-সহ আরও তিন জনকে গ্রেফতার করা হয়েছে। 

কসবার ঘটনায় এই পুলিশের এই তৎপরতার পরেও প্রশ্নের মুখে তাদের ভূমিকা। শুধু বিরোধী নয়, পুলিশের ভূমিকা নিয়ে এবার প্রশ্ন উঠেছ শাসকের অন্দর থেকেই। প্রশ্ন কী ভাবে কলকাতায় এসে বিহারের একটা গ্যাং অপারেশন চালানোর সাহস দেখাল ? তাহলে, কী পুলিশের কাছে আগাম কোনও খবর ছিল না ? 

আরজি করের ঘটনা নিয়ে কলকাতা তখন উত্তাল। সরকারি হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের অভিযোগ। তখনও কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে উঠেছিল প্রশ্ন। এই ঘটনায় এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতারের পরেও সমাজের বিভিন্ন স্তর থেকে লালবাজারকে বিদ্ধ করা হয়েছিল। 

তাঁর পুলিশ মারে না। মার খেতে জানে। পুজোর উদ্বোধনে আলিপুরের বডিগার্ড লাইন্সে এই মন্তব্যই করেছিলেন রাজ্যের পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা পুলিশের উপর পূর্ণ আস্থা দেখিয়ে সেদিন বাম আমলের পুলিশের উদাহরণ তুলে ধরেছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি ছিল, শহরের মানুষের পাশে থাকতে সবসময় বদ্ধ পরিকর কলকাতা পুলিশ। একইসঙ্গে তিনি জানান, কড়া পদক্ষেপ করতেও পিছু হটে না তাঁর পুলিশ। 

আরজি কর আন্দোলন এখন কার্যত ঠান্ডা। তাতেও কী শহরের অপরাধের মাত্রা কমেছে ? এই প্রশ্ন কিন্তু থেকেই গিয়েছে। পুজো পরবর্তী শহরের বেশ কিছু ঘটনায় ফের অভিযোগ উঠছে লালবাজারের ভূমিকা নিয়ে। কসবায় তৃণমূল কাউন্সিলরের উপর হামলার ঘটনার পর এই প্রশ্ন আরও মাথাচাড়া দিচ্ছে। 

আরজি করের পর এবার কসবা, তৃণমূলের অন্দরে এবারও পুলিশের বিরুদ্ধে ঠোঁটকাটা সেই দমদমের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়। কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর গুলি চালানোর ঘটনায় সৌগতর বক্তব্য, “পুলিশ কী করে? কলকাতা শহরে পিস্তল আসছে কী ভাবে? বর্ডারে দেখার কোনও লোক নেই? পুলিশ কাউকে ধরতে পারে না?”

ঘটনার তদন্তে স্পষ্ট সুশান্তকে গুলি করতে বিহার থেকে লোক এসেছিল কলকাতায়। তা নিয়েও সৌগতর ক্ষোভের মুখে পুলিশ। তিনি জানিয়েছেন, সুশান্ত ঘোষকে গুলি করার চেষ্টা হয়েছে। এটা পুলিশের ব্যর্থতা। পুলিশ কাজ করতে পারছে না। বিহার থেকে কীভাবে আসতে পারে অস্ত্র। এটা খুবই খারাপ, দুঃখের, চিন্তার। শুধু তৃণমূল সাংসদ নন, এই ঘটনায় পুলিশকে কার্যত আক্রমণ করেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিমও। ঘটনার পরেই তাঁর প্রশ্ন ছিল, পুলিশকে বলবেন, অ্যাক্ট করতে। পুলিশ কোথায়?

কসবা নিয়ে তৃণমূলের এই অস্বস্তি বাড়িয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এই ঘটনায় দুই তৃণমূল নেতার পাশে দাঁড়িয়ে ফের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন তিনি। সুকান্তর অভিযোগ, তৃণমূলের তৈরি ফ্র্যাঙ্কেনস্টাইনরা এখন বিপরীত ভাবে কাজ করছে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুলিশমন্ত্রী চান তিনি। কসবার ঘটনার মধ্যেই এই দাবি করেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। রাজনৈতিক মহলের দাবি, তাহলে কী খুব সুকৌশলে হুমায়ুনকে দিয়ে এই দাবি করানো হল ? কারণ, গত কয়েকদিন ধরেই তৃণমূলের অন্দরে নবীন-প্রবীন দ্বন্দ্ব  ফের মাথাচাড়া দিয়েছে। সেই পরিস্থিতিতে কী হুমায়ুনের এই দাবি নতুন মাত্রা দিল ? ২০২৬ সালের আগে রাজ্যে দুষ্কৃতী দৌরাত্ম বাড়তে পারে। নিজের দাবিতে এই আশঙ্কা করছেন তৃণমূল বিধায়ক। তাই রাজ্যে একজন ফুলটাইম পুলিশমন্ত্রীর দাবি করেছেন হুমায়ুন। 

তবে, অভিষেককে ঘিরে তৈরি হওয়া এই দাবিতে বিশেষ আমল দিচ্ছে না তৃণমূল কংগ্রেস। এবার ফিরহাদ হাকিমের দাবি, অভিষেক তাঁদের সন্তানের মতো। ঠিক সময় রাজ্যের ভার নেবেন। রাজ্যের মানুষের মমতার প্রতি আস্থা এখনও অটুট। ভবিষ্যতেও থাকবে। 

kasba

Recommended For You

editorji | কলকাতা

Kolkata Book Fair: ময়দানের স্মৃতি ফিরছে সেন্ট্রাল পার্কে, খোলা আকাশের তলায় বইমেলা, ধুতি-শাড়িতে ম্যাসকট!

editorji | কলকাতা

Sampriti Overpool: ৮ ঘণ্টা সম্প্রীতি উড়ালপুলে যান চলাচল বন্ধ, ৯০ দিন কীভাবে যাতায়াত করবেন!

editorji | কলকাতা

Kolkata Yellow Taxi: মিটার ডাউন! কলকাতার বৃদ্ধ হলুদ ট্যাক্সি, ঐতিহ্য নাকি আদিখ্যেতা? কী বলছে শহর?

editorji | কলকাতা

Jagannath Temple Digha: জগন্নাথ দেবকে আর প্রসাদে দেওয়া হবে না খাজা

editorji | কলকাতা

Kolkata Yellow Taxi: দূষণ গেরোয় ফ্যাকাসে হলুদ, রাজপথে বাতিলের খাতায় কলকাতার 'বৃদ্ধ' ট্যাক্সি