ইডির চার্জশিটে স্ত্রী-পুত্রের নাম শুনে বুধবার কেঁদে ফেললেন তৃণমূলের বিধায়ক মানিক ভট্টাচার্য(Manik Bhattacharya)। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি কাণ্ডে তাঁকে গ্রেফতারের ৫৯ দিন পর বুধবার চার্জশিট পেশ করে ইডি(ED on Manik Bhattacharya)। ১৬০ পাতার চার্জশিটে নাম রয়েছে মানিকের স্ত্রী-পুত্রের। ইডি সূত্রে খবর, চার্জশিটে মানিক ভট্টাচার্যের স্ত্রী, পুত্র ছাড়াও মানিক-ঘনিষ্ঠ তাপস মণ্ডল(ED on Tapas Mondal) এবং তাঁর দুটি সংস্থার নাম রয়েছে।
জানা গিয়েছে, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় টাকার বিনিময়ে চাকরির সুপারিশ দেওয়ার অভিযোগ রয়েছে মানিকের বিরুদ্ধে। অন্যদিকে, মানিকের ছেলে শৌভিক ভট্টাচার্যের বিরুদ্ধে বিএড(B.Ed College Scam) এবং ডিএলএড কলেজের উন্নয়নের জন্য ৫০ হাজার টাকা করে নেওয়ারও অভিযোগ রয়েছে চার্জশিটে(ED Chargesheet)। চার্জশিটে মানিকের স্ত্রীর বিরুদ্ধেও অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা(ED) জানিয়েছিল, ২০১৬ সালেই মৃত এক ব্যক্তির সঙ্গে মানিকের(Manik Bhattacharya) স্ত্রীয়ের জয়েন্ট অ্যাকাউন্টের কেওয়াইসি-র(KYC) ২০১৯ সাল পর্যন্ত আপডেট করানো হয়েছে। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়ে মানিকের আইনজীবীর দাবি, ওই অ্যাকাউন্টটি ১৯৮১ সাল থেকে রয়েছে। অ্যাকাউন্টের ধারক অন্য ব্যক্তি হলেন মানিকের(Manik Bhattacharya arrested) স্ত্রী শতরূপা ভট্টাচার্যের পিসেমশাই। ইডির পাল্টা দাবি, অ্যাকাউন্টের অন্য ধারক ২০১৬ সালে মারা গেলেও ব্যাঙ্ককে সেই তথ্য জানানো হয়নি।