বাড়ছে কোভিড সংক্রমণ। ইতিমধ্যেই নতুন করে আক্রান্তের সংখ্যা বাড়ছে। সেই আবহেই শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা। গঙ্গাসাগরে কোভিড নিয়ে বিশেষ ব্যবস্থা করবে কলকাতা পুরসভা। জানালেন মেয়র ফিরহাদ হাকিম।
আগামী ৮-১৭ জানুয়ারি গঙ্গাসাগর মেলা হতে চলেছে। সংক্রান্তির আগে ভিন রাজ্য থেকে সাধুরা আসবেন কলকাতায়। শুক্রবার এই নিয়ে বৈঠক করেন ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছেন, গঙ্গাসাগরের দর্শনার্থীদের মধ্যে সামান্য উপসর্গ দেখা গেলে, তাঁদের প্রিন্সেপ ঘাট-বাবুঘাট চত্বরে মেডিকেল ক্যাম্পে কোভিড টেস্ট করানো হবে। আয়োজন করবে কলকাতা পুরসভা।
মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, থার্মাল গান ব্যবহার করে দর্শনার্থীদের দেহের উত্তাপ পরীক্ষা হবে। যাদের শরীরে তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে, বা সর্দি-কাশি থাকবে, তাঁদের পরীক্ষা করা হবে।