চে গেভারার কন্যা অ্যালেইদা গেভারা আসবেন কলকাতায়। তা নিয়ে মহানগরীর শিরায় শিরায় বয়ে গিয়েছিল চিরচেনা বিপ্লবের আবেগ ও সুর। শুক্রবারের যাদবপুর বিশ্ববিদ্যালয় সাক্ষী থাকল তার সবটা নিয়েই। কন্যাকে নিয়ে কলকাতায় এসেছেন অ্যালেইদা। চে গেভারার কন্যাকে স্বচক্ষে দেখে আনন্দে আত্মহারা হয়ে পড়েন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অসংখ্য পড়ুয়া। অ্যালেইদা মঞ্চে পা রাখতেই কার্যত বামপন্থী স্লোগানে মুখরিত হয় যাদবপুরের ওপেন এয়ার থিয়েটার।
বৃহস্পতিবার প্রায় রাত জেগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, বাইরের এলাকা সাজিয়েছেন ছাত্রছাত্রীরা। সেখানে রয়েছে ঠোঁটের কোণে হাভানা চুরুট রেখে চে’র মোহময়ী ছবি থেকে গেরিলা যোদ্ধার পোশাকে বিপ্লবী নেতা।
সমবেত কণ্ঠে অ্যালেইদাকে লাল সেলাম জানান অজস্র পড়ুয়া। তাঁকে নিয়ে যাদবপুরের উচ্ছ্বাস দেখে স্পষ্টতই আনন্দিত অ্যালেইদা। তিনি নিজের মাতৃভাষায় বলেন, আপনারা এগিয়ে যান, কমরেড। আরও পড়ুন। আরও লড়াই করুন। এটাই চে গেভারার নীতি।
উল্লেখ্য, শুক্রবার সকালে তাঁকে বিমানবন্দরে স্বাগত জানান বাম কর্মী-সমর্থকরা। শনিবারও কলকাতায় একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। যেতে পারেন চন্দননগরেও। ভারতে এসে গত সপ্তাহে তিরুঅনন্তপুরমে সিপিএমের গণতান্ত্রিক মহিলা সমিতির সর্বভারতীয় সম্মেলনে বৃন্দা কারাটদের ডাকে অতিথি হয়ে গিয়েছিলেন আলেইদা।