দেশে কোভিড সংক্রমণের (Covid Affection) শীর্ষে যেতে পারে কলকাতা। এমনটাই আশঙ্কা কোভিড বিশেষজ্ঞদের। গত এক সপ্তাহে সংক্রমণের হার পৌঁছেছে ২৩.৪২ শতাংশ। কেন্দ্রীয় তথ্য অনুযায়ী, দেশে সংক্রমণে দ্বিতীয় স্থানে আছে কলকাতা (Kolkata)। এক নম্বরে আছে হিমাচল প্রদেশের লাহুল ও স্পিতি ভ্যালি (Lahul and Spiti Valley)। সঠিক পরীক্ষা হলে এক নম্বরে পৌঁছে যেতে পারে কলকাতা, মত চিকিৎসকদের।
গত বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক কলকাতার কোভিড পরিস্থিতি নিয়ে সতর্ক করেছিল রাজ্যের স্বাস্থ্য দফতরকে। তখন কলকাতায় সংক্রমণের হার ছিল ১২.৫ শতাংশ। ক্রিসমাসের পর একধাক্কায় সংক্রমণ বেড়েছে অনেকটাই।
আরও পড়ুন: কলকাতায় নামবে না লন্ডনের বিমান, তবে কলকাতা থেকে লন্ডনগামী বিমান বন্ধ নয়
গত এক সপ্তাহে কোভিডের উপসর্গ নিয়ে বেসরকারি হাসপাতালেও ভিড় বাড়ছে। কলকাতা ছাড়াও হাওড়াতেও কোভিড সংক্রমণ বাড়ছে। হাওড়ায় সংক্রমণের হার ১১ শতাংশ। কলকাতা পুরসভা ইতিমধ্যেই কনটেনমেন্ট পয়েন্ট চিহ্নিত করে ফেলেছে। কোনও এলাকায় পাঁচজনের বেশি কোভিড আক্রান্ত হলেই করা হবে কনটেনমেন্ট পয়েন্ট।