মেট্রোযাত্রীদের জন্য সুখবর। এবার থেকে অফিস টাইমে বাড়তি মেট্রো চালানোর ভাবনা মেট্রো কর্তৃপক্ষের। অবশ্য করোনা আতঙ্ক কাটিয়ে আগেই ছন্দে ফিরেছে কলকাতা মেট্রো। চালু হয়েছে টোকেন পরিষেবা। পাশাপাশি বেড়েছে প্রথম ও শেষ মেট্রোর সময়সীমাও।
মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, এবার থেকে আরও বেশি পরিমাণে চালানো হবে ট্রেন। ফলে সকাল ও সন্ধেয়, যে সময় ভিড় সবচেয়ে বেশি হয়, তখন পাঁচ মিনিটের ব্যবধানেই মিলবে পরিষেবা। বর্তমানে সারাদিনে চলে ২৮২ টি মেট্রো। তবে আগামী পয়লা জুলাই থেকে সেই সংখ্যা বেড়ে হবে ২৮৮। সোম থেকে শুক্রবার ১৪৪টি আপ এবং ডাউন লাউনে ১৪৪টি মেট্রো চলবে। কবি সুভাষ স্টেশন থেকে দমদমের মধ্যে চলবে এই ২৮৮টি মেট্রো। এর মধ্যে আপ এবং ডাউন মিলিয়ে ১৭২টি মেট্রো পরিষেবা মিলবে কবি সুভাষ এবং দক্ষিণেশ্বর স্টেশনের মধ্যে। ফলে সকালে ও সন্ধেয় পাঁচ মিনিট অন্তর পাওয়া যাবে মেট্রো।
ইতিমধ্যেই রবিবার সকালের প্রথম মেট্রো ছাড়ার সময় এগিয়ে আনা হয়েছে। যদিও মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এখনও প্রতিদিনের শেষ মেট্রোর আগের মতোই থাকবে রাত সাড়ে ৯টা। পাশাপাশি শনিবার ও রবিবারের মেট্রোর সময়সূচি একইরকম থাকবে। এই দু’দিন মেট্রোর সংখ্যা বাড়ানো হচ্ছে না। একইভাবে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবাও অপরিবর্তিত থাকবে বলেই খবর।