মেট্রো পরিষেবাকে ঢেলে সাজাতে চলেছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ(Kolkata Metro Railway)। এমনকি, ভবিষ্যতে দুই মেট্রোর মাঝের সময়সীমা ১৫ মিনিট থেকে কমিয়ে দেড় মিনিটে আনার চিন্তাভাবনাও রয়েছে কর্তৃপক্ষের। এছাড়া সমস্ত মেট্রো স্টেশনে(Free Wifi in Kolkata Metro) বিনামূল্যে দেওয়া হবে ওয়াই-ফাই পরিষেবা। যা নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু করেছে তারা।
মেট্রো সূত্রে খবর, ইস্ট-ওয়েস্ট মেট্রোর(East-West Metro) ধাঁচে উত্তর-দক্ষিণেও চালু হবে কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল সিস্টেম (CBTC)। ফলে দুই মেট্রোর মধ্যে সবসময় নির্দিষ্ট দূরত্ব বজায় থাকবে। ৯০ সেকেন্ডের ব্যবধানে একটির পিছনে অন্য ট্রেনটি একই দূরত্ব বজায় রেখে ছুটবে। যার ফলে উপকৃত হবেন যাত্রীরা। কমবে দুর্ঘটনার(Metro Rail Accident) সংখ্যা। ইতিমধ্যেই এই নিয়ে টেন্ডার ডাকা হয়েছে বলে খবর।
আরও পড়ুন- West Bengal Weather Update: জেলায় কাঁপুনি ধরাচ্ছে উত্তুরে হাওয়া, কলকাতায় মেঘলা আকশে বাড়ছে পারদ
মেট্রো সূত্রে খবর, ইস্ট-ওয়েস্ট, জোকা-ধর্মতলা, সহ সবক'টি রুট চালু হলে যাত্রীসংখ্যা অনেকটাই বেড়ে যাবে। ফলে সেই চাপ সামলানোর প্রস্তুতি এখন থেকেই শুরু করতে চলেছে মেট্রো কর্তৃপক্ষ(Kolkata Metro Railway)। ফলে দুই মেট্রোর সময়ের ব্যবধান কমিয়ে আনা হবে দেড় মিনিটে।