কলকাতা মেট্রোর পার্পল লাইন তারাতলা-জোকা মেট্রো। এই রুটে ট্রেন চলাচল শুরু হওয়া সময়ের অপেক্ষা। কমিশনার অফ রেলওয়ে সেফটির অনুমোদন পেলেই শুরু হবে সার্ভিস। এবার প্রকাশ্যে এল এই রুটে টিকিটের দাম। মেট্রো কর্তৃপক্ষ এই রুটের ভাড়ার চার্ট প্রকাশ্যে এনেছে।
পার্পল লাইনে মেট্রো রুটের দৈর্ঘ্য ৬.৪৯ কিলোমিটার। এই রুটে ন্যূনতম ভাড়া হবে ৫ টাকা। সর্বাধিক ভাড়া ২০ টাকা। জোকা থেকে তারাতলা রুটে ভাড়া ২০ টাকা। যে কোনও দিকে একটি স্টেশন গেলেই ৫ টাকা দিতে হবে। টুরিস্ট স্মার্টকার্ডের ব্যবস্থাও রাখা হয়েছে। এই কার্ডের দাম ২৫০ টাকা। ৩ দিন যতবার খুশি মেট্রোতে ভ্রমণ করা যাবে।
মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, এই বছরের শেষেই মেট্রো চড়তে পারবেন বেহালাবাসী। জোকা থেকে বিবাদি বাগ রুটের মেট্রো লাইনে, তারাতলা পর্যন্ত স্টেশনের কাজ শেষ হয়েছে।
মেট্রোরেল জানিয়েছে, জোকা, ঠাকুরপুকুর, শখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার ও তারাতলা, এই ছটি স্টেশন রয়েছে। প্রত্যেক স্টেশনে সাতটি এসকালেটর, আটটি সিঁড়ি ও ৪টি লিফট থাকছে। প্রত্যেক লিফটে ১৩ জন করে উঠতে পারবেন।