অন্যান্য বারের থেকে এবছর পুজোর মেজাজে খানিক ভাটা পড়েছে, এক বৃষ্টি এবং অন্যতম বড় কারণ প্রায় ২মাস হতে চলল এখনও অধরা আরজি করের নির্যাতিতার বিচার। অন্যান্যবার মহালয়ার পর থেকেই কার্যত কলকাতার রাজপথে জনস্রোত দেখা যায়। এবার তেমন ভিড়ের দেখা এখনও মেলেনি। তাই যারা ভাবছেন কম ভিড়ে, যানজট এড়িয়ে ,কলকাতার সেরা দুর্গাপুজোগুলো ঢু মারবেন তাঁদের জন্য কলকাতা মেট্রোর বিকল্প আর কিছুই হয় না।
দক্ষিণেশ্বর থেকে গড়িয়া রুটে একাধিক বড় পুজো হয়। মেট্রো ঘেঁষা পুজোগুলি অনায়াসে আপনারা নির্ঝঞ্ঝাটে দেখতে পারেন। সেক্ষেত্রে কোন মেট্রোর পাশে কোন পুজো আকর্ষণীয় তার একটা রুট ম্যাপ রইল এডিটরজি বাংলায়।
দক্ষিণেশ্বের থেকে নোয়াপাড়া... সেরকম কোনও নামী পুজো নেই ।
দমদম: দমদমে নেমে দেখতে পারেন সিঁথি সর্বজনীন এবং ১৪-র পল্লির পুজো
বেলগাছিয়া: বেলগাছিয়া থেকে যুবকবৃন্দ, দমদম পার্ক, শ্রীভূমি, টালা পার্ক, নেতাজি স্পোর্টিং, লেকটাউন অ্যাসোসিয়েশন
শ্যামবাজার : শোভাবাজার রাজবাড়ি, হাতিবাগান সর্বজনীন, তেলেঙ্গাবাগান, চালতা বাগান, আহিরীটোলা, কুমোরটুলি পার্ক
গিরীশ পার্ক: বিবেকানন্দ স্পোর্টিং, পাথুরিয়াঘাটা ৫-এর পল্লি, বিডন স্কোয়্যার
মহাত্মা গান্ধী রোড: মহম্মদ আলি পার্ক, কলেজ স্কোয়ার, শিয়ালদহ রেলওয়ে অ্যাথলেটিক ক্লাব
সেন্ট্রাল: সন্তোষ মিত্র স্কোয়ার, সুবোধ মল্লিক স্কোয়ার, কাপালিটোলা
চাঁদনি চক: জানবাজার সর্বজনীন, তালতলা সর্বজনীন
রবীন্দ্র সদন: চাঁদনি থেকে সোজা রবীন্দ্র সদন । এখানে আছে ২২ পল্লী, নর্দান পার্ক এবং চক্রবেড়িয়া নর্থ সর্বজনীন
নেতাজি ভবন: স্টেশন থেকে নেমে একাধিক নামী পুজো দেখতে পাবেন, যেমন ৭৫ পল্লী, হরিশ পার্ক, অগ্রদূত উদয়ন সংঘ, ৬৮ পল্লি
যতীন দাস পার্ক: হাজরা পার্ক, ২৩ পল্লি, ফরওয়ার্ড ক্লাব, মাতৃমন্দির ও সঙ্ঘশ্রী
কালীঘাট : বাদামতলা আষাঢ় সঙ্ঘ, ৬৬ পল্লি, চেতলা অগ্রণী, ৬৪ পল্লি, দেশপ্রিয় পার্ক, ত্রিধারা, বালিগঞ্জ কালচারাল, হিন্দুস্তান পার্ক, একডালিয়া এভারগ্রিন
রবীন্দ্র সরোবর: মুদিয়ালি, শিবমন্দির । সুরুচি সঙ্ঘও যেতে পারেন, বাসে লাগবে ১০ মিনিট মতো
মহানায়ক উত্তর কুমার: মেট্রো থেকে নেমে অটো । চলে যান ৪১ পল্লী, অজেয় সংহতি, বিবেকানন্দ স্পোর্টিংয়ে । সেখান থেকে বড়িশা ক্লাব, বড়িশা সর্বজনীন, তারপর দেখুন বেহালার বড় পুজো
মাষ্টারদা সূর্য সেন: নেতাজি পেরিয়ে মাস্টারদা । দেখতে পারেন আজাদগড়, রিজেন্ট পার্ক, রায়নগর উন্নয়নের পুজো
গীতাঞ্জলি: বিখ্যাত নাকতলা উদয়ন সঙ্ঘের পুজো
কবি নজরুল: নবদুর্গা, বড়াল সর্বজনীন, পঞ্চ দুর্গা, তরুণ সাথী, শ্যামা পল্লি, নারকেল বাগান
শহিদ ক্ষুদিরাম: এখানে নামী পুজো বলতে পাটুলি সার্বজনীন । এভাবে প্ল্যান করলে সহজেই উত্তর থেকে দক্ষিণের পুজো পরিক্রমা সম্পূর্ণ হবে