হাতে মাত্র কয়েকটা দিন। বাজারে পুজোর কেনাকাটার ভিড়ও বাড়ছে। পুজোর চারদিন কখন মেট্রো চলবে! এই নিয়ে কৌতূহল থাকে সবারই। সময়সূচিতেও বেশ কিছু বদল আনা হয়। পুজোর সময় এবার চতুর্থী থেকে একাদশী পর্যন্ত মেট্রো পরিষেবা কেমন থাকবে! জানাল মেট্রো কর্তৃপক্ষ।
চতুর্থী, পঞ্চমী ও ষষ্ঠীর দিন কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মোট ২৮৮টি রেক চলবে। সকাল ৬টা ৫০ মিনিটে প্রথম মেট্রো চলবে। শেষ মেট্রো চলবে রাত ১০টা ৪০ মিনিটে। ওদিন সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ রুটে ১০৬টি রেক চলবে। শেষ মেট্রো রাত ৯টা ৪০ মিনিটে। এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দানে রুটে মোট ১১৮টি রেক চলবে। সকাল ৭টা থেকে রাত পৌনে দশটা পর্যন্ত ১২ মিনিটের ব্যবধানে চলবে মেট্রো। জোকা-হাওড়া রুটে ১৮টু রেক চলবে। কবি সুভাষ থেকে রুবি মোড় পর্যন্ত রুটে ৭৪টি রেক চলবে।
সপ্তমী, অষ্টমী ও নবমীতে মেট্রোর ছবিটা অন্যরকম হবে। ১০ অক্টোবর সপ্তমীতে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে ২৪৮টি রেক চলবে। দুপুর ১টা থেকে ভোর ৪টে পর্যন্ত চলবে মেট্রো। সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ রুটে ৬৪টি রেক চলবে। এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত ১১৮টি রেক চলবে। এই দুই রুটে রাত ১১টা ৩০ ও রাত ১টা ৪৫ মিনিট পর্যন্ত পরিষেবা পাওয়া যাবে। বাকি রুটে কোনও পরিষেবা থাকবে না।
দশমীর দিন কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে ১৭৪টি রেক চালাবে মেট্রো কর্তৃপক্ষ। দুপুর ১টা থেকে রাত ১২টা পর্যন্ত পাওয়া যাবে সার্ভিস। সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ রুটে মোট ৪৮টি রেক চলবে। দুপুর ২টো থেকে রাত ৯টা ৪৫ মিনিট পর্যন্ত পাওয়া যাবে পরিষেবা। এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দানে ৮২টি রেক চলবে। অন্য কোনও রুটে কোনও পরিষেবা থাকবে না। একাদশীর দিন কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে মোট ১৩০টি রেক চলবে। সকাল ৯টা থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত পরিষেবা পাওয়া যাবে। সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ কোনও মেট্রো চলবে না। এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত ৪৬টি রেক চালানো হবে।