উঠে গিয়েছে ওয়ার্ক ফ্রম হোম (WFH)। অধিকাংশ অফিসেই শুরু হয়ে গিয়েছে কাজ। অফিসটাইমে (Office Time) যাত্রীদের চাপ সামলাতে সোমবার থেকেই ট্রেনের সংখ্যা বাড়াচ্ছে মেট্রো রেল কর্তৃপক্ষ (Metro Rail)। জানালেন মেট্রোরেলের জেনারেল ম্যানেজার অরুণ অরোরা।
বর্তমানে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর (Kavi Subhash to Dakhineshwar) লাইনে দিনে ২৭৬ বার চলে আপ ও ডাউন মেট্রো। সোমবার থেকে এই সংখ্যাটা বেড়ে দাঁড়াবে ২৮৪। দুটি ট্রেনের ব্যবধানও কমাতে পারে মেট্রো কর্তৃপক্ষ। যদিও সে সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি। রাতের মেট্রোর সময়ও কিছুটা বাড়ানো হতে পারে। করোনা পরিস্থিতি কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জীবনযাত্রা। যাত্রী সংখ্যাও প্রত্যেকদিন অনেকটাই বাড়ছে। দৈনিক গড়ে সাড়ে চার লক্ষ যাত্রী যাতায়াত করে কলকাতা মেট্রোতে (Kolkata Metro)। তাই এবার যাত্রী সংখ্যার কথা মাথায় রেখেই বাড়ানো হচ্ছে মেট্রোর সংখ্যা।
আরও পড়ুন: সাময়িক স্বস্তি, শুক্রবার রাজ্যে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের, বাড়বে গরমও
বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করেন মেট্রোরলের জেনারেল ম্যানেজার অরুণ অরোরা। তিনি বলেন, তিনি জানান, "সেপ্টেম্বরেই জোকা-তারাতলা এবং অক্টোবরে নিউ গড়িয়া থেকে হেমন্ত মুখার্জি স্টেশন পর্যন্ত লাইন খুলে যাবে।" দিনে একটি লাইন দিয়ে একটি ট্রেনই এখন যাতায়াত করবে। পরে সেই সংখ্যা বাড়ানো হবে বলে জানান তিনি।। হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রোর পরিষেবা আগামী বছরের গোড়াতে চালু করার কথা ভাবছে মেট্রো কর্তৃপক্ষ।