কলকাতায় রাত ১০টায় শেষ হয়ে যায় মেট্রো পরিষেবা। দেরী করে যাঁরা বাড়ি ফেরেন, তাঁদের সমস্যা হয়। শুক্রবার কলকাতাবাসীর জন্য় সুখবর দিল মেট্রো কর্তৃপক্ষ। রাত শুক্রবার থেকে রাত ১১টায় পরীক্ষামূলক মেট্রো চালানো শুরু করা হবে। এমনই জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।
কলকাতার মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র একটি ভিডিয়ো বার্তায় জানিয়েছেন, শুক্রবার থেকে পরীক্ষামূলকভাবে বিশেষ মেট্রো পরিষেবা চালানো হবে। সোমবার থেকে শুক্রবার আপ ও ডাউনে এই বিশেষ মেট্রো পরিষেবা চালানো হবে। রাত ১১টায় কবি সুভাষ ও দমদম থেকে এই পরিষেবা চালু করবে মেট্রো। পাশাপাশি যাত্রীদের সুবিধার জন্য প্রত্যেক স্টেশনে কাউন্টার খোলা থাকবে। যাতে টোকেন বা স্মার্ট কার্ড নিতে কারও সমস্যা না হয়।
কলকাতার শেষ মেট্রোর সময়সীমা অনেক কম। এ নিয়ে হাই কোর্টের মামলাও করেছিল। জানানো হয়, আগামী ৪ সপ্তাহের মধ্যে জানাতে হবে মেট্রো কর্তৃপক্ষকে।