গালভরা নাম দিয়ে ৯ বছর আগে চালু হয়েছিল মেট্রো টুরিস্ট কার্ড। কিন্তু দৈনন্দিন মেট্রো যাত্রীদের এই কার্ড সম্পর্কে জিজ্ঞেস করলে তারা যেন আকাশ থেকে পড়েন, কেউ কেউ তো নাম টুকুও শোনেননি। মেট্রো রেল সূত্রে খবর, এই কার্ডের প্রচার না থাকায় বিক্রিও নেই৷ অথচ প্রত্যেক স্টেশনেই এই কার্ড বিক্রির ব্যবস্থা রয়েছে কিন্তু কেনার কেউ নেই। বছরে মেরেকেটে বিক্রি হয় গোটা তিরিশেক টিকিট।
২০১৩ সালে কলকাতা মেট্রোয় চালু হয়েছিল এই টুরিস্ট কার্ড। এই কার্ডে দিনে যতবার খুশি মেট্রোয় যাতায়াত করা যায়। মূলত পর্যটকদের জন্যই বানানো এই কার্ড। তিন দিনের জন্য কার্ড করালে লাগে ২৫০ টাকা আর পাঁচদিনের জন্য করালে লাগে ৫৫০ টাকা৷ কিন্তু এই কার্ডের বিন্দুমাত্র প্রচার না থাকায় বিক্রি নেই বলেই জানাচ্ছেন আধিকারিকরা।