বড়সড় সাফল্য কলকাতা পুলিশের (Kolkata Police)। গ্রেফতার করা হয়েছে ভবানীপুরের লি রোডে স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় (Lee Road Murder Case) মূল অভিযুক্ত বিমল শর্মাকে (Vimal Sharma)। বুধবার কলকাতার পুলিশের কমিশনার বিনীত গোয়েল (Vinit Goyal) জানান, বুধবার বিমল শর্মাকে আমেদাবাদ থেকে গ্রেফতার করেছে পুলিশ। গুজরাট পুলিশের এটিএসের (ATS) সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।
বিমলের বাড়ি নয়াদিল্লিতে। সেখানেও তার নামে প্রতারনার মামলা আছে। ১৪ ফেব্রুয়ারি লি রোডে খুনের পরই তদন্ত শুরু করে পুলিশ। খবর আসে, ছত্তিশগড়, মহারাষ্ট্র, ওড়িশা সহ বিভিন্ন এলাকায় গা ঢাকা দিয়েছিল অভিযুক্ত বিমল শর্মা। কোথাও একদিন ছিল না। ওড়িশায় তার নামে লুক আউট নোটিসও জারি করা হয়েছিল। এদিন গ্রেফতার করার পর তাকে আমেদাবাদ আদালতে তোলা হয়। আদালত তাঁকে ট্রানজিট রিম্যান্ডে রাজ্যে নিয়ে আসার অনুমতি দিয়েছে।
আরও পড়ুন: বইমেলায় নেতাজির 'মৃত্যুদিন' বলে দিল পাবলিশার্স গিল্ড! তুঙ্গে বিতর্ক
পুলিশ সূত্রে খবর, ব্যবসায়ীর কাছ থেকে নেওয়া মুক্তিপণের টাকা নিজের কাছেই রেখেছিলেন অভিযুক্ত। সেই টাকা থেকে খরচ করছিলেন। পুলিশ তাঁর কাছ থেকে সাড়ে ছ’লক্ষ টাকা উদ্ধার করেছে।