কলকাতার তিলজলায় রমরমিয়ে চলছিল রেভ পার্টি(Rave Party in Tiljala)। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে পুলিশ গ্রেফতার করে দুই অভিযুক্তকে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই তিলজলার (Rave Party in Tiljala) এক আবাসনের ‘ক্লাবে’ চলত রেভ পার্টি। প্রতিদিনই অনেক যুবক-যুবতী ভিড় করত সেই ‘ক্লাবে’। বৃহস্পতিবার পার্টি চলাকালীন অভিযান চালায় কলকাতা পুলিশের (Kolkata Police) এসটিএফ (STF)। বহুমূল্য মাদক ট্যাবলেট সহ গ্রেফতার করা হয় দুই যুবককে।
জানা গিয়েছে, ধৃতদের নাম বিকাশ তিওয়ারি ও আর্যমান পোদ্দার। বিকাশের বাড়ি লেকটাউনে ও আর্যমানের নিউটাউনে। ধৃতদের বিরুদ্ধে মাদক আইনে(Narcotic Act) মামলা রুজু হয়েছে।