এসএফআইয়ের বিধানসভা অভিযান ঘিরে তুলকালাম মহানগরী। শিয়ালদহে আতিফ-দেবাঞ্জনের পর এবার হাওড়া থেকেই আটক এসএফআইয়ের যুগ্ম সম্পাদক দিপ্সিতা ধর-ময়ূখ বিশ্বাস। তাঁর পাশাপাশি আটক হন বর্ধমান-হুগলি-হাওড়ার নেতারা।
শুক্রবার মিছিল শুরুর আগেই শিয়ালদহ থেকে এসএফআই নেতাকর্মীদের ধরপাকড় শুরু করে পুলিশ। আটক করা হয় এসএফআই কলকাতা জেলা সম্পাদক মহম্মদ আতিফ নিসার এবং সভাপতি দেবাঞ্জন দে সহ একাধিক নেতা-কর্মীকে। তবে এই বাম ছাত্র সংগঠনের দাবি, কিছু নেতা-কর্মীকে আটক করে তাঁদের এই মিছিল আটকানো যাবে না। অবিলম্বে রাজ্যের প্রতিটি কলেজে ছাত্র সংসদ নির্বাচনের পাশাপাশি আরও একাধিক দাবিতে বিধানসভা অভিযানের ডাক দিয়েছে এসএফআই।