আরজি কর কাণ্ডে ধৃত সঞ্জয় রায় বাইক চালাতেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের নামে। কোন অধিকারে পুলিশের বাইক নিয়ে ঘুরতেন সঞ্জয়? এই প্রশ্ন উঠতে শুরু করেছিল বিভিন্ন মহল থেকেই। পুলিশের ব্যারাকে থাকা, যথেচ্ছ পুলিশের নাম নিয়ে প্রভাব খাটানোর অভিযোগও উঠেছিল ধৃত সঞ্জয় রায়ের বিরুদ্ধে। এবার এই বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল কলকাতা পুলিশ।
সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে ব্যাখ্যা দিয়ে কলকাতা পুলিশ জানাল, ব্যবহারের জন্য সরকারি যানবাহনগুলি প্রথমে পুলিশ কমিশনের নামেই নথিভুক্ত হয়। এরপর বিভিন্ন বিভাগের সরকারি কর্মীদের হাতে সেই যানবাহন তুলে দেওয়া হয়। ধৃত সঞ্জয় রায় একজন সিভিক ভলেন্টিয়ার ছিলেন বলেই তাঁর বাইকও পুলিশের নামেই ইস্যু করা ছিল বলে জানানো হয়।
অন্য দিকে আরজি কর কাণ্ডে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের বাইক আগেই বাজেয়াপ্ত করেছে সিবিআই। শনিবার সন্ধ্যায় বাইকটি সিজিও কমপ্লেক্সে আনা হয়। তাঁর বাইকে কলকাতার পুলিশের স্টিকার ছিল। একজন সিভিক ভলান্টিয়ার কীভাবে কলকাতা পুলিশের বাইক ব্যবহার করত, তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছিল।