বৃহস্পতিবার রাজভবন থেকে প্রকাশিত হয়েছে একটি ভিডিও। সেই ভিডিও এবার পুলিশের হাতে। সেই ফুটেজ খতিয়ে দেখে কলকাতা পুলিশের দাবিতে নয়া মোড় বলেই দাবি। ভিডিও দেখে হেয়ার স্ট্রিট থানার পুলিশের দাবি, তরুণী কাঁদছিলেন। এবং তার পরেই গিয়েছিলেন রাজ্যপালের বিশেষ সেক্রেটারির কাছে। গত দোসরা মে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে যৌন-হেনস্থার অভিযোগ দায়ের করেছিলেন অভিযোগকারিণী।
বৃহস্পতিবার ১ ঘণ্টা ৯ মিনিটের একটি ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়েছিল রাজভবন থেকে। সেই ভিডিও নিয়েই এদিন মুখ খুলেছেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন তোলা হয়েছে, কেন বাইরের ছবি প্রকাশ করা হল ? কেন চেপে যাওয়া হল ভিতরে ছবি ?
এমনকী, এই ছবি প্রকাশের পর ক্ষোভ জানান অভিযোগকারিণী। অনুমতি ছাড়াই তাঁর ছবি ভিডিওতে দেখানো হয়েছে। এমনটাই অভিযোগ উঠেছে রাজভবন থেকে প্রকাশিত ভিডিওতে। নর্থ গেটের কিছু ভিডিও রয়েছে, যাতে অভিযোগকারিণীকে কাঁদতে কাঁদতে ছুটে যেতে দেখা গিয়েছে বলে দাবি পুলিশের। আর তা নিয়েই নতুন করে জল্পনা শুরু হয়েছে। এনিয়ে রাজভবনের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।