কলকাতায় (kolkata) ফের ডেঙ্গি (dengue) আক্রান্তের মৃত্যু। মৃতের নাম শর্মিলা চট্টোপাধ্যায়। তিনি হরিদেবপুরের (haridevpur) বাসিন্দা। ঢাকুরিয়ার আমরি হাসপাতালে মারা যান তিনি। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গি শক সিনড্রোমের উল্লেখ করা রয়েছে বলে সূত্রের খবর।
জানা গিয়েছে, কলকাতা ১১৫ নম্বর ওয়ার্ডের হরিদেবপুরের বাসিন্দা প্রৌঢ়ার গত ৩১ অগস্ট জ্বর এসেছিল বলে আত্মীয়দের দাবি। স্থানীয় এক ডাক্তারকে দেখানো হলে তিনি রক্ত পরীক্ষা করতে বলেন। ১ সেপ্টেম্বর রক্ত পরীক্ষা হয় তাঁর। বিকেলে রিপোর্ট আসে, ডেঙ্গি-পজিটিভ। তারপর থেকেই ওষুধ চালু হয়। কিন্তু পরিবারের দাবি, চিকিৎসা শুরু হলেও দুর্বল হয়ে যাচ্ছিলেন তিনি, বসে থাকতে পারছিলেন না।
আরও পড়ুন- ED In Sodepur : স্কুল সার্ভিসে নিয়োগ দুর্নীতিতে সোদপুর থেকে গ্রেফতার সুব্রত মালাকার
৩ সেপ্টেম্বর রাত ১২টার পর স্থানীয় এক বেসরকারি হাসপাতাল, টালিগঞ্জের আরএসভি-তে ভর্তি করা হয় শর্মিলা চট্টোপাধ্যায়কে। কিন্তু অল্প পরেই আইসিইউ-তে দিতে হয় প্রৌঢ়াকে। এরপরই ভেন্টিলেশনে চলে যান তিনি। তাতেও অবস্থার উন্নতি হয়নি। ফলে ঢাকুরিয়ার আমরি হাসপাতালে স্থানান্তরিত করা হয় শর্মিলাকে। ঘণ্টাখানেক চিকিৎসার পর সেখানেই গত কাল মৃত্যু হয় তাঁর।
বর্ষায় রাজ্য জুড়ে মশাবাহিত রোগের প্রকোপ বেড়েছে। রীতিমতো চোখ রাঙাচ্ছে ডেঙ্গি। যা নিয়ে উদ্বেগে স্বাস্থ্য দফতরও। রবিবার রাত পর্যন্ত রাজ্যে সরকারি হাসপাতালে ভর্তি ডেঙ্গি আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ২৫১। শনিবারের হিসাব অনুযায়ী, রাজ্যে এক দিনে মোট ডেঙ্গি আক্রান্ত হয়েছিলেন ২৯২ জন। তাঁদের মধ্যে ৯১ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি ছিল উত্তর ২৪ পরগনায়। ওই জেলায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ৬০ জন।