শহরে অরিজিৎ সিংয়ের অনুষ্ঠান (Arijit Singh Concert) নিয়ে রীতিমতো শোরগোল। গোটা কাণ্ডে ফেসবুক পোস্টে বিজেপিকে নিশানা করেছেন কুনাল ঘোষ (Kunal Ghosh)। পাশাপাশি জানিয়েছেন, অরিজিৎ বাংলার গর্ব। বিজেপি তাঁকে নিয়ে রাজনীতি করছে। অনুষ্ঠানের অন্য ভেনু দেখা শুরু হয়েছে বলেও জানিয়েছেন কুণাল ঘোষ।
তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ জানান, বিজেপি বলছে চলচ্চিত্র উৎসবে 'গেরুয়া' গাওয়ার জন্য ইকো পার্কের অনুষ্ঠান বাতিল হয়েছে। অরিজিৎ সিং গত ১৫ ডিসেম্বর চলচ্চিত্র উৎসবে আসেন। অনুষ্ঠান ৮ ডিসেম্বর বাতিল হয়েছে। কুণাল ঘোষ জানান, অ্যাকোয়াটিকায় পৌঁছেছে অরিজিতের টিম। পছন্দ হলে ওখানে অনুষ্ঠান হবে।
আরও পড়়ুন: ইকো পার্কে বাতিল অরিজিতের শো, কেন ? মুখ খুললেন ফিরহাদ
কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানান, জি-২০ সম্মেলন রয়েছে। তাছাড়া, প্রতিদিনই ভিড় হচ্ছে ইকো পার্কে । হাজার হাজার মানুষ আসছে । তাই ওই সময় কোনও বড় মাপের অনুষ্ঠান আয়োজন করা ঠিক নয় । ওখানে বড় অনুষ্ঠান করলে আইন-শৃঙ্খলার অবনতি হতে পারে বলে মনে করছে পুলিশ ।