আজ দীপান্বিতা কালী পুজো। সারা বাংলার একাধিক পীঠে প্রথা মেনে আজ দেবী কালী পূজিত হচ্ছেন। কালীঘাটে সারাবছরই দেবীর নিত্য পূজা হয়। কলকাতার এই প্রসিদ্ধ কালীবাড়ি একান্ন শক্তিপীঠের অন্যতম হিন্দু তীর্থক্ষেত্র । .এখানে সতীর ডান পায়ের আঙুল পড়েছিল বলে বিশ্বাস।
শ্যামা পুজোর দিন কালীঘাটের মন্দিরে ভক্তদের ঢল নেমেছে। কালীঘাটের দেবীর রূপ দক্ষিণাকালী। এদিন দক্ষিণাকালীকে লক্ষ্মী রূপে পুজো করা হয়। খড়ের অলক্ষ্মীকে পুড়িয়ে বিদেয় করে মন্দিরে পুজো শুরুর রীতি রয়েছে।