বর্ষবরণের রাতে কলকাতার (Kolkata) নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত লালবাজার। একইসঙ্গে ওমিক্রনের (Omicron) দাপট যাতে আরও না বাড়ে তা নিশ্চিত করতে করোনা সংক্রান্ত বিধিনিষেধ না মানলেই নেওয়া হবে কড়া ব্যবস্থা।
বর্ষবরণের রাতে পার্ক স্ট্রিটে মোতায়েন থাকবেন তিন হাজার পুলিশকর্মী। থাকবে ওয়াচ টাওয়ার। উপস্থিত থাকবেন বড় সংখ্যায় মহিলা পুলিশকর্মীরা। বাইকে করেও নজরদারি চালাবেন পুলিশকর্মীরা। বর্ষবরণের নিরাপত্তা নিয়ে সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছেন যুগ্ম কমিশনার(সদর ) শুভঙ্কর সিনহা সরকার।
আরও পড়ুন:Kolkata Police: কলকাতা পুলিশের নতুন কমিশনার হতে চলেছেন বিনীত গোয়েল
একইসঙ্গে করোনা রুখতেও সতর্ক থাকবে পুলিশ। মাস্ক ছাড়া কাউকে ঘুরতে দেখলেই নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা।