বাংলা থেকে এখনও বর্ষা বিদায় নেয়নি। দুর্গাপুজোর পর এবার লক্ষ্মী পুজোতেও বৃষ্টির সম্ভাবনা। সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার। তবে, সন্ধ্যের দিকে কলকাতা-সহ দক্ষিণ বঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
রবিবার সকাল থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মেঘ মুক্ত আকাশ দেখা গেলেও বেলা গড়াতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আপাতত বিদায় নিচ্ছে না বর্ষা।
রবিবার বিকেল থেকেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে।
দক্ষিণবঙ্গ ছাড়াও কোজাগরী লক্ষ্মী পূজার দিনে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে। ভারী বৃষ্টিতে ভিজতে পারে কোচবিহার এবুং আলিপুরদুয়ারও।