কথা ছিল মঙ্গলবারের মধ্যে জোট নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করবে কংগ্রেস। কিন্তু রাত পর্যন্ত খবর, বঙ্গে বামেদের সঙ্গে জোট নিয়ে এখনও কোনও বার্তা আসেনি দিল্লির আকবর রোড থেকে। ফলে, অপেক্ষায় চাপ বাড়ছে কলকাতার আলিমুদ্দিন স্ট্রিটে।
এদিন নির্বাচনের আগে বৈঠকে বসেছিল বামফ্রন্ট। হাজির ছিলেন চেয়ারম্যান বিমান বসু, সূর্যকান্ত মিশ্রের মতো নেতারা। রাজনৈতিক মহলের খবর, বৈঠকে জোট প্রশ্নে এবার সিপিএমের উপর চাপ বাড়িয়েছে শরিকরা। কারণ, তাঁরা চান যে আসনে কংগ্রেস নেই, সেখানে প্রার্থী তালিকা ঘোষণা করা হোক। তাতে বুধবার পর্যন্ত অপেক্ষার সময়সীমা বাড়ানো হয়েছে বলেই বামেদের অন্দর থেকে দাবি করা হয়েছে।
সোমবার দিল্লিতে পলিটব্যুরোর বৈঠকে বাংলায় কংগ্রেসের সঙ্গে জোটের ব্যাপারে সবুজ সংকেত দেওয়া হয়েছে। দিল্লিতে থেকে এই ব্যাপারে পাকা কথা বলার চেষ্টা করেছেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। এদিনই লোকসভা ভোটে দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে কংগ্রেস। কিন্তু তাতে বাংলার কোনও নাম ছিল না।
এদিকে সূত্রের খবর প্রথম ১৭টি আসন দাবি করলেও। এই ব্যাপারে নাকি খানিকটা নমনীয় হয়েছে আইএসএফ। তাদের দাবি এখন কমপক্ষে সাতটি আসন।