বকেয়া DA-এর দাবিতে ১০ মার্চ যৌথ মঞ্চে কর্মবিরতির ডাক দিয়েছে। এবার সেই ধর্মঘটে সামিল বামফ্রন্ট। শনিবার রাতে বিবৃতি দিয়ে একথা জানান বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। ইতিমধ্যেই ধর্মঘটের সমর্থনে দেওয়াল লিখনও শুরু করে দিয়েছে বামেরা।
শনিবার বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানান, যৌথ মঞ্চের আহ্বানে আগামী ১০ মার্চের ধর্মঘটের কর্মসূচিকে বামফ্রন্ট সর্বতোভাবে সমর্থন করছে। ধর্মঘটের সমর্থনে ইতিমধ্যেই রাস্তায় নেমেছে সিপিআই (এমএল)। রবিবার যৌথ সংগ্রামী মঞ্চে থাকবেন সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য। এতগুলি রাজনৈতির দল পাশে দাঁড়ানোয় আন্দোলনের তীব্রতা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, রাজ্য সরকারি কর্মীদের ৩ শতাংশ DA বৃদ্ধির ঘোষণা করে। কিন্তু তাতে খুশি নন আন্দোলনকারীরা। স্বচ্ছ নিয়োগ,