স্কুল সার্ভিসে নিয়োগ দুর্নীতির প্রতিবাদে ফের চেনা ছন্দে দেখা যাচ্ছে বামেদের। বুধবার কলকাতায় একসঙ্গে তিনটি মিছিল করে মুখ্যমন্ত্রীর পদত্য়াগ দাবি করা হয়েছে। শহরের তিন কোণ থেকে তিনটি মিছিল এসে শেষ হয় গান্ধী মূর্তির পাদদেশে। সেখানে চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। ছিলেন সিপিএমের প্রাক্তন রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।
এদিন একটি মিছিল করা হয় পার্কসার্কাস থেকে। বাকি দুটি মিছিল হয় শিয়ালদহ ও হাওড়া থেকে। পার্কসার্কাসের মিছিলে ছিলেন কলকাতার বামকর্মীরা। হাওড়া ও শিয়ালদহের মিছিলে যোগ দিয়েছিলেন জেলার বাম কর্মী, সমর্থকরা। পার্থ চট্টোপাধ্য়ায়ের গ্রেফতারির পর থেকেই তাঁকে মন্ত্রিসভা থেকে বরখাস্তের দাবিতে অনড় বামেরা। বাম নেতাদের অভিযোগ, ঘটনার পর এত ঘণ্টা কেটে গেলেও এখনও রাজ্য়ের শাসকদল দুর্নীতিতে জড়িয়ে পড়া রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে কোনও ব্যবস্থাই নেয়নি।
একইসঙ্গে তাদের দাবি, সরকারি চাকরির শূন্য পদে যোগ্য প্রার্থীদের অবিলম্বে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করতে হবে। শুধু তাই নয়, চাকরি দেওয়ার নামে চাকরিপ্রার্থীদের কাছ থেকে এত দিন ধরে যত টাকা নেওয়া হয়েছে, সব উদ্ধার করতে হবে।