গঙ্গাসাগর মেলা হচ্ছে।
মঙ্গলবার এক নির্দেশে তা জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট (Kolkata High Court)। এই ব্যাপারে নতুন কমিটিও ঠিক করে দিল আদালত। মঙ্গলবার আদালতের তৈরি নতুন কমিটি থেকে তাৎপর্যপূর্ণ ভাবে বাদ দেওয়া হয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendhu Adhikari)। আদালতের এই নির্দেশকে স্বাগত জানিয়েছে রাজ্য।
গঙ্গাসাগর নিয়ে সবকটি মামলাকে একত্রিত করে এদিন শুনানি হয়। তার ভিত্তিতে কলকাতা হাই কোর্টের রায়, কমিটির চেয়ারপার্সন অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় এবং রাজ্যের লিগাল অথরিটির সদস্য সচিব। মূলত, তাঁদের নজরদারিতেই হবে এই বছরের মেলা।
একইসঙ্গে একগুচ্ছ নির্দেশও দিয়েছে হাই কোর্ট। যেখানে বলা হয়েছে, জোড়া টিকার শংসাপত্র ছাড়া মেলায় যাওয়া যাবে না। ৭২ ঘণ্টা আগে করা আরটিপিসিআর টেস্টের রিপোর্ট নেগেটিভ দেখাতে হবে। গোটা সাগরদ্বীপকে নোটিফায়েড জোন হিসাবে ঘোষণা করতে হবে। আদালতে শর্ত মানা হচ্ছে কি না, তা নিশ্চিত করতে হবে মুখ্য সচিবকে।
হাই কোর্ট পুরনো কমিটি ভেঙে নতুন একটি কমিটি তৈরি করেছে। নতুন কমিটিতে অবশ্য কোনও চিকিৎসক বা স্বাস্থ্য বিশেষজ্ঞকে রাখা হয়নি। হাই কোর্ট বলেছে, মেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এই নতুন কমিটি। তবে কোভিড সংক্রমণ নিয়ে যাবতীয় বিধি-নিষেধ এবং ব্যবস্থা করতে হবে রাজ্য সরকারকেই।