ছুটির দিন। উপরে হাতেও বেশি সময় নেই। এমনই জরুরি অবস্থায় তৎপরতার সঙ্গে সমস্ত আইনি প্রক্রিয়ার সামলে মাত্র ১২ ঘণ্টার মধ্যে লিভার প্রতিস্থাপনের অপারেশন হল কলকাতার এক বেসরকারি হাসপাতালে। বছর ২৫-এর রনিতা বসু। দাতা তারই দিদি রিতিকা বসু। আবেদনের মাত্র ১২ ঘণ্টার মধ্যে এত তৎপরতার সঙ্গে এর আগে লিভার প্রতিস্থাপন হয়েছে কি না তা নিজেরাই মনে করতে পারছেন না স্বাস্থ্যকর্তারা।
২৫ বছর বয়সী রনিতা লিভারের জটিল রোগে আক্রান্ত ছিলেন। একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছিল। কিন্তু লিভার প্রতিস্থাপন ছাড়া আর কোনও উপায় ছিল না চিকিৎসকদের কাছে। যে হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল সেখানেও লিভার প্রতিস্থাপনের উপযুক্ত পরিকাঠামো। তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার রাতেই তাঁকে তড়িঘড়ি ইএম বাইপাস লাগোয়া আরএন টেগোর হাসপাতালে ভর্তি করা হয়। যত দ্রুত সম্ভব লিভার প্রতিস্থাপনের পরামর্শ দেন সেখানকার চিকিৎসকরা।
বোনকে লিভার দিতে তাঁর দিদি রাজি হয়ে গেলেও লিভার প্রতিস্থাপনের জন্য স্বাস্থ্য ভবনের অনুমতি প্রয়োজন হয়। লাগে আইনি ছাড়পত্রও। রনিতাকে তাঁর মা ও লিভার দিতে রাজি হয়েছিলেন। কিন্তু তাঁর বয়স ৫৩ হওয়ায় রিতিকাকেই ডোনার হিসেবে বেছে নেন চিকিৎসকরা।
রনিতার দিদি রিতিকার সায় থাকায় আইনি নথিপত্র তৈরি করা হয়। ওই নথিপত্র স্বাস্থ্য ভবনে পাঠানোর ব্যবস্থা করেন আইনজীবী কোয়েল মোদক, উর্বি সাহা ও মৌমিতা ভৌমিক। শনিবার ছুটি থাকা সত্ত্বেও জরুরি ভিত্তিতে বৈঠকে বসে প্রতিস্থাপন বিষয়ক কমিটি। সব নথি দেখে বেলা ১২ টায় অনুমোদন পাঠানো হয় হাসপাতালে। এরপর ১৪ জনের একটি চিকিৎসকের দল মিলে বহুক্ষণের চেষ্টায় রনিতার দেহে লিভার প্রতিস্থাপন করেন।