৫২ ঘন্টা ধরে সংস্কারের কাজ হলেও, সপ্তাহের প্রথম দিনেও যাত্রী ভোগান্তির ছবি। দমদমে ইন্টারলকিংয়ের কাজের জন্য সোমবারও কার্যত বিঘ্নিত হয় শিয়ালদহ উত্তর শাখার ট্রেন চলাচল। অভিযোগ, নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ট্রেনের দেখা মিলছে না। স্টেশন থেকে ট্রেন ছাড়লেও, পরের স্টেশনে যেতে সময় লাগছে অনেক বেশি।
সময় মতো ট্রেনের দেখা না পেয়ে যাত্রীদের উপচে পড়া ভিড় একাধিক স্টেশনে। অনেকে আবার ট্রেন লাইন ধরেও হাঁটতে শুরু করেছেন। পর্যাপ্ত ট্রেন না থাকায় চরম দুর্ভোগের মুখে পড়েছেন অফিসযাত্রীরা। যাত্রীদের অভিযোগ, ৩০ মিনিট এমনকি ১ ঘন্টাও লেট রয়েছে একাধিক ট্রেন।
আরও পড়ুন - গার্ডেনরিচের ঘটনায় গ্রেফতার এক, জানালেন মেয়র, ধ্বংসস্তূপের নিচে আরও ছয়
শনিবার এবং রবিবার একগুচ্ছ লোকাল ট্রেনের কথা আগেই ঘোষণা করেছিল পূর্ব রেল। কিন্তু সোমবার থেকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কথা থাকলেও এই দিন একই রকমের হয়রানির শিকার যাত্রীরা।