শিয়ালদহ মেইন ও কর্ড লাইনে পরপর চারদিন বন্ধ থাকবে লোকাল ট্রেন। পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্র, শনি, রবি ও সোমবার চারদিন লাইনে কাজ চলবে। তাই ভুগতে হতে পারে যাত্রীদের।
রেলের পক্ষ থেকে জানা গিয়েছে, মেইন লাইনে টিটাগড় স্টেশনে লাইনে কাজ হবে। কর্ড লাইনে দত্তপুকুর স্টেশনে কাজ হবে। তার জেরেই বাতিল একাধিক ট্রেন।
শুক্রবার বাতিল থাকছে আপ ও ডাউন বনগাঁ লোকাল। শনিবার রানাঘাট আপ ও ডাউন ট্রেন বাতিল থাকবে। আপ ও ডাউন বনগাঁ লোকাল ও হাবড়া লোকাল বাতিল থাকবে।
রবিবারও মেইন লাইনে রানাঘাট, নৈহাটি, কল্যাণী সীমান্ত, ব্যারাকপুর লোকালের আপ ও ডাউন সার্ভিস বন্ধ থাকছে। বনগাঁর ও হাবড়ার আপ ও ডাউন ট্রেন চলবে না। সোমবারও কর্ড লাইনে বনগাঁ ও হাবড়া লোকাল চলবে না।