রাজ্যের সরকারি হাসপাতালগুলির অবস্থা তথৈবচ। এই অভিযোগ নতুন নয়। এবার কামারহাটির তৃণমূল বিধায়ক খোদ মদন মিত্র করলেন অভিযোগ। মধ্যরাতে রাজ্যের অন্যতম সুপার স্পেশালিটি হাসপাতাল SSKM থেকে ফিরতে হল তাঁকে। দুর্ঘটনায় আহত রোগীকে ভর্তি করতে না পেরে ক্ষোভ উগরে দেন তিনি। পাশাপাশি বিধায়কের দাবি, 'সিপিএমের আমলে এক মিনিট লাগত রোগী ভর্তি করতে' ।
রোগীর পরিবার চিকিৎসার জন্য মদন মিত্রের দ্বারস্থ হয়েছিলেন , রোগীকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যেত বলেছিলেন তিনি। কিন্তু সেখানে ৬ ঘণ্টা অপেক্ষা করার পরও রোগীর ভর্তি তো দূর প্রাথমিক চিকিৎসাটুকুও হয়নি বলে অভিযোগ। এরপরেই এসএসকেএম হাসপাতাল বয়কটের ডাকও দেন মদন। তাঁর আশঙ্কা, তিনি একজন বিধায়ক তাতেই তাঁকে ফিরতে হচ্ছে, তবে সাধারণ মানুষের কী অবস্থা।