মদন মিত্রের শারীরিক অবস্থার অবনতি। শ্বাসকষ্টের সমস্যা বেড়ে যাওয়ায় তাঁকে এসএসকেএম হাসপাতালের সিসিইউ-তে স্থানান্তরিত করা হয়েছে। সেখানে তাঁর চিকিৎসা চলছে।
বেশ কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছেন মদন মিত্র। গত সোমবার রাতে জ্বর ও শ্বাসকষ্ট জনিত সমস্যা হয়। এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি ছিলেন তিনি। শুক্রবার রাতে তাঁকে স্থানান্তরিত করে সিসিইউ-তে নিয়ে যাওয়া হয়েছে।
গত মঙ্গলবার এমআর বাঙ্গুরে মদন মিত্রের শারীরিক পরীক্ষা হয়। পরীক্ষাকেন্দ্রে যাওয়ার সময় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি। কামারহাটির বিধায়ক জানান, তাঁর বুকে ব্যথা আছে। নিউমোনিয়ার সমস্যা আছে। ১৫ দিন ধরে অ্যান্টিবায়োটিকও খেয়েছিলেন। মুখ্যমন্ত্রীকে অসুস্থতার কথা বলার পরই অরূপ বিশ্বাসকে বলে এসএসকেএমে ভর্তি হন তিনি। চিকিৎসকদেরও ধন্যবাদ জানিয়েছেন মদন মিত্র।