নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের মুখে শোনা গিয়েছিল হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের (Haimanti Ganguly) নাম। এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কামারহাটির বিধায়ক মদন মিত্রের (Madan Mitra) সঙ্গে হৈমন্তীর একটি সেলফি। বিষয়টি নিয়ে মুখ খুললেন মদন মিত্র। জানালেন, তাঁর সঙ্গে রোজ বহু নারী ছবি তোলেন। সেলফির আবদার করেন। অনেকে রবীন্দ্রনাথের মতো সেই ছবি বাড়িতে বাঁধিয়ে রাখে। তাতে তাঁর কোনও অসুবিধাই নেই। কিন্তু তিনি হৈমন্তীকে ব্যক্তিগত ভাবে চেনেন না।
মদন মিত্র বলেন, "অনেকে আমার সঙ্গে ছবি তুলে বাঁধিয়ে রেখে দেয়। লোকে যেমন রবীন্দ্রনাথের ছবি বাঁধিয়ে রাখে, তেমনই আমার ছবিও বাঁধিয়ে রাখলে অসুবিধা কোথায়! ছবিটা যে আমার, তা তো পরিষ্কারভাবেই দেখা যাচ্ছে।"
আরও পড়ুন: গোপাল দলপতিই কি হৈমন্তীর স্বামী! আরমান গঙ্গোপাধ্যায় তবে কে, নাম রহস্যে জেরবার ইডি
হৈমন্তীর সঙ্গে এই ছবি কোথায় তুলেছিলেন, তা মনে নেই বলে জানিয়েছেন মদন মিত্র। তিনি জানান, এই ছবি এখন নৈনিতাল, দিঘা না ইকো পার্কে তোলা, সেটা কী করে জানবেন তিনি। বিধায়ক জানিয়েছেন, তাঁর ইনস্টাগ্রামে ৭৮ শতাংশ মহিলা ফলোয়ার। তাঁরাই ভোট দিয়ে জেতায়।