সংবাদমাধ্যমে মুখ খুলবেন না মদন মিত্র (Madan Mitra)। আগামী কয়েকদিন কর্মসূচি নিয়ে প্রশ্ন করলেই মিলবে উত্তর। দলের কড়া নির্দেশ। তাই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কামারহাটির বিধায়ক সাফ জানিয়ে দিলেন, "আপনারা আমায় ভুল বুঝবেন না।"
রবিবার একটি ভিডিয়ো বার্তায় মদন মিত্র বলেন, "আমি আমার রাজনৈতিক দলের নামে শপথ করছি, কোনও কর্মসূচি ছাড়া সংবাদমাধ্যমের সঙ্গে কোনও বিষয়ে কথা বলব না।" সংবাদমাধ্যমের প্রতিনিধিদের তিনি বলেন, "আমায় যদি জিজ্ঞাসা করেন, আপনি কেমন আছেন? উত্তর দেব। কিন্তু নির্দিষ্ট কোনও বিষয়ে আমি উত্তর দেব না। যা বলার ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবে বলব। আপনাদের সঙ্গে বন্ধুত্ব অটুট থাকবে।"
কিন্তু কেন এই সিদ্ধান্ত মদন মিত্রের! তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আশীর্বাদে আর তৃণমূলের দয়ায় আমি অনেক প্রচার পেয়েছি। এত প্রচার পেয়েছি, যে কিছু না করলেও আগামী ৫ বছর মানুষ মনে রাখবে। আমি দলের নির্দেশ মেনে চলব।"
আরও পড়ুন: আইনি কারণে ডিসেম্বর নয়, ফেব্রুয়ারিতে হতে পারে বাংলায় পঞ্চায়েত ভোট
শিক্ষক নিয়োগ ও গরুপাচার কাণ্ডে জেরবার শাসকদল। শিক্ষাক্ষেত্রে কেলেঙ্কারীর জন্য গ্রেফতার করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে (partha Chatterjee)। গরুপাচার কাণ্ডে গ্রেফতার অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। এই পরিস্থিতিতে মদন মিত্রের কোনও সাম্প্রতিক মন্তব্যে অস্বস্তিতে পড়েছে দল। মনে করা হচ্ছে, দলের শৃঙ্খলারক্ষা কমিটির পক্ষ থেকে তাঁকে মুখ খুলতে নিষেধ করা হয়েছে। ভিডিয়ো বার্তায় মদন মিত্র জানান, "পার্থ চট্টোপাধ্যায় ও অনুব্রক মণ্ডলকে নিয়ে আমি কিছু বলব না। ওটা বিচারাধীন বিষয়। এটুকু বলতে চাই, এদের সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয়। এদের বিরুদ্ধে কোনও মন্তব্য করে আঘাত দেওয়া আমার উদ্দেশ্য নয়।"