সেন্ট্রাল অ্যাভিনিউ, দমদমের পর এবার টালিগঞ্জ।
সোমবার সন্ধ্যায় মহিলাকে মুখ বেঁধে ডাকাতির ঘটনা মুর অ্যাভিনিউয়ে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দাসানি স্টুডিওর পাশের একটি বাড়িতে সন্ধ্যা সাতটা নাগাদ হানা দিয়েছিল ডাকাতের দল। ওই ফ্ল্যাটের বাসিন্দা সোনালী বিশ্বাস জানিয়েছেন, দরজা খুলতে তাঁর উপরে ঝাঁপিয়ে পড়ে ডাকাতরা।
তিনি জানিয়েছেন, কয়েক মিনিটের অপারেশনে বাড়ি ফাঁকা করে দিয়ে চলে যায় ডাকাতের দল। পরিবারের লোকেরা জানিয়েছেন, ভরি দশেক সোনা নিয়ে পালিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। এমনকী তাঁকে প্রাণে মারার হুমকিও দেওয়া হয়।
মহিলার স্বামী জানিয়েছেন, তিনি এসে সংজ্ঞাহীন ভাবে সোনালী বিশ্বাসকে উদ্ধার করেন। খবর যায় রিজেন্টপার্ক থানায়। পুলিশ এসে মহিলাকে উদ্ধার করে। খতিয়ে দেখা হচ্ছে সিসি ক্যামেরার ফুটেজ। এদিকে, ছ’দিন পরে অধরা সেন্ট্রাল অ্যাভিনিউয়ের ঘটনায় দুষ্কৃতীরা।