শনিবার ময়দানে নেতাজির (Netaji Subhash Chandra Bose) মূর্তিতে মাল্যদান করার পর অমর জওয়ান জ্যোতি (Amar Jawan Jyoti) থেকে শুরু করে বাংলার ট্যাবলো (Bengal Tableau) বাতিল, একের পর এক ইস্যুতে কেন্দ্রকে আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রজাতন্ত্র দিবসের ৭৫তম বর্ষে (75th Republic Day) কুচকাওয়াজে বাংলার ট্যাবলোকে বাতিল করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়, জানালেন, "রেড রোডে চলবে নেতাজির ট্যাবলো।" তিনি জানান, "আজ বাংলাকে এক অবজ্ঞা! সবটাই তো বাংলাকে ঘিরে। বাংলার ইতিহাস মুছে দেওয়ার ক্ষমতা কারও নেই। ভারতের ইতিহাস মুছে দেওয়ার ক্ষমতাও কারও নেই।"
এদিন বেলা বারোটা পনেরো নাগাদ নেতাজির জন্মক্ষণে বেজে ওঠে সাইরেন। সেই সময় মুখ্যমন্ত্রীকে (Chief Minister Mamata Banerjee) শঙ্খ বাজাতে দেখা যায়। তার পর নেতাজি মূর্তিতে পুষ্পার্ঘ নিবেদন করেন তিনি। এর পর একে একে নেতাজি মূর্তিতে পুষ্পার্ঘ নিবেদন করেন নেতাজি পরিবারের (Netaji's Family) সদস্যরা। উপস্থিত রাজ্যের অন্য বিশিষ্টজনরাও। পুষ্পার্ঘ্য নিবেদনের সময় মঞ্চে নেতাজির গান 'কদম কদম বাড়াহে যা' (Kadam Kadam Badhaye Ja) গাইতে শোনা যায় নেতাজি পরিবারের সদস্য সুগত বসু (Sugata Basu) ও তাঁর ভাইকে।
নেতাজির স্ট্যাচু (Netaji Statue)
এরপর মঞ্চে ওঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "আজও নেতাজির রহস্য উদ্ঘাটন করতে পারলেন না। স্ট্যাচুতে লিখেছেন জন্মদিন, মৃত্যুদিন লিখতে পারবেন তো? আমরা কেউ পারব না। স্বাধীনতার পর ৭৫ বছর কেটে গেল, অথচ আজ অবধি একটা রহস্য উদ্ঘটন করা গেল না? মূর্তি দিয়ে সবকিছু হয় না। অন্তর দিয়ে উপলব্ধি করতে হয়। নেতাজিকে আত্মস্থ করতে হয়।"
নেতাজির ট্যাবলো বিতর্ক (Netaji TableauControversey)
২৬ জানুয়ারির কুচকাওয়াজে বাতিল হয়েছে বাংলার ট্যাবলো। মুখ্যমন্ত্রী চিঠি পাঠান কেন্দ্র সরকার। হস্তক্ষেপ করেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং। এবার বাংলার ট্যাবলোর থিম ছিল নেতাজি সুভাষ চন্দ্র বসু ও স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস। সেই ট্যাবলো বাতিল করা নিয়ে এদিন নেতাজির জন্মবার্ষিকীকে ফের কেন্দ্রকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "নেতাজির ট্যাবলোকে আপনারা কেন বাতিল করেছেন আমি জানি না। কোন কারণে বাতিল করেছেন, আমাদের দেখানো হয়নি। দর্শানো হয়নি। জানানো হয়নি। কিন্তু জেনে রাখবেন, ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের ৭৫ বর্ষে নেতাজির ট্যাবলো রেড রোডে চলবে। আপনারা প্রত্যাখ্যান করলেও আমরা সেটাকে বরণ করে গ্রহণ করে সসম্মানে তাঁকে পূজিত করব।"
যোজনা কমিশন (Yojana Commission)
নেতাজি যোজনা কমিশনের পরিকল্পনা করেছিলেন। মোদী সরকার ক্ষমতায় এসে যোজনা কমিশন তুলে দিয়ে নীতি আয়োগ তৈরি করেছে। এ দিন এই সিদ্ধান্তের সমালোচনা শোনা গেল মুখ্যমন্ত্রীর গলায়। এই সিদ্ধান্ত লজ্জার, জানালেন মুখ্যমন্ত্রী।
অমর জওয়ান জ্যোতি (Amar Jawan Jyoti)
অমর জওয়ান জ্যোতি আলো নিভিয়ে দেওয়া নিয়েও কেন্দ্রকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "আজকে আপনারা মেমোরিয়াল নিয়ে রাজনীতি করছেন। ওয়ার মেমোরিয়ালে যে আর্মি, যে সাধারণ মানুষ প্রাণ দিয়েছে, সবাইকে আমরা স্যালুট জানাই। শহিদদের মধ্যে কোনও ভাগাভাগি হয় না।"