উদ্বোধনেই জমজমাট আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বৃহস্পতিবার চলচ্চিত্র উৎসবের মঞ্চ থেকেই অমিতাভ বচ্চনকে 'ভারতরত্ন' দেওয়ার দাবি তুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, রানি মুখোপাধ্যায়, শত্রুঘ্ন সিনহারা মতো তারকারা। এদিন মঞ্চ থেকে অমিতাভ বচ্চনকে লেজেন্ড আখ্যা দিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "আমি মনে করি, অমিতাভ বচ্চন লিভিং লিজেন্ড। তিনি ভারতের আইকন। তাঁকে ভারতরত্ন দেওয়া উচিত।"
সিনেমা জগতের ইতিহাস টেনে মুখ্যমন্ত্রী জানান, "বাংলা থেকে তাঁকে ভারতরত্ন দেওয়ার দাবি জানানো হবে। দীর্ঘদিন ধরে ফিল্মে কাজ করছেন। তিনি মানুষ হিসেবেও অনেক বড়। তাঁকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি।"