সোমবার রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের পর্যালোচনা বৈঠকে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে আধিকারিকদের কড়া হওয়ার নির্দেশও দেন তিনি।
সোমবার কলকাতার বাইরের চিকিৎসকদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন , 'আপনারা দয়া করে রেফারেল কেস কমাবেন? গর্ভবতী মহিলাকেও ক্রিটিকাল কেস বলে রেফার করে দিচ্ছেন। যখন সে ৪-৫ ঘণ্টার ধকল সহ্য করে কলকাতায় পৌঁছচ্ছে তখন অপারেশন থিয়েটারে পৌঁছনোর আগেই মারা যাচ্ছেন। এটা কি আপনাদের জন্য ভালো?' এমনকি প্রয়োজনে রেফার না করে ভিডিয়ো কলে সাহায্য নেওয়ার কথাও বলেন তিনি।
শুধু ক্ষোভ প্রকাশ করেই থেমে থাকেননি মুখ্যমন্ত্রী। এমন রেফারেল কেসে কত জন গর্ভবতীর মৃত্যু হয়েছে সেগুলো খতিয়ে দেখার নির্দেশ দেন। এমনকি এই ঘটনায় যারা রেফার করছেন তাঁদের দায়িত্ব নিতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। একইসঙ্গে স্বাস্থ্য সচিবকে সারপ্রাইজ ভিজিট করার নির্দেশ দেন। কোথাও যাতে কোনও রকম গাফিলতি না হয় বার বার করে সেই বিষয়ে নজর দিতে বলেন তিনি।
এছাড়াও এদিন তিনি প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থার মান আরও উন্নত করতে উপ-স্বাস্থ্যকেন্দ্র স্তরে সুস্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা হচ্ছে সে কথাও জানান। বলেন, স্বাস্থ্য ব্যবস্থা যাতে আরও ভালো হয় সেই কারণে ২০২৩ সালের মধ্যে ১০ হাজার ১৭৩টি এবং ২৫-২৬ সালের মধ্যে ১৬ হাজার ৬১৬টি সুস্বাস্থ্য কেন্দ্র হবে। ৪ হাজার ৪৬১টি ইতিমধ্যে অনুমোদিত এবং ২ হাজারের বেশি চালু হয়ে গিয়েছে।