অতিমারির ধাক্কা সামলে সোমবার, ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু কলকাতা আন্তর্জাতিক বইমেলা (Kolkata international book fair)। সল্টলেক করুণাময়ী সেন্ট্রাল পার্কে ৪৫তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ২৮ ফেব্রুয়ারি থেকে ১৩ মার্চ পর্যন্ত চলবে কলকাতা আন্তর্জাতিক বইমেলা। প্রতিদিন বেলা ১২টা থেকে সন্ধে ৮টা পর্যন্ত খোলা থাকবে মেলাপ্রাঙ্গণ। সমস্ত কোভিডবিধি মেনেই মেলা আয়োজিত হবে বলেই জানিয়েছেন কর্তৃপক্ষ। মাস্ক ছাড়া কোনওভাবেই প্রবেশ করা যাবে না মেলা প্রাঙ্গণে।
২০২২ সালে কলকাতা আন্তর্জাতিক বইমেলার থিম কান্ট্রি বাংলাদেশ (theme country Bangladesh)। উল্লেখ্য, ২০২০ সালের থিমও ছিল বাংলাদেশ। এবছর কলকাতা বইমেলায় উদযাপিত হবে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবর্ষ। পালিত হবে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর। ৩ ও ৪ মার্চ বাংলাদেশ দিবস উদযাপিত হবে কলকাতা বইমেলায়।