রবি ঠাকুরের জন্মদিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নিশানায় সিবিআই। দীর্ঘ ১৮ বছর অতিক্রান্ত হলেও চুরি যাওয়া নোবেলের খোঁজ পাওয়া যায়নি। সেই প্রসঙ্গে সোমবার রবীন্দ্র সদনে দুঃখপ্রকাশ করেন মমতা।
সোমবার নোবেল চুরি(Nobel Prize theft) প্রসঙ্গে দুঃখপ্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “বামফ্রন্ট আমলের ঘটনা। সিবিআই তদন্ত করছিল। তদন্ত প্রক্রিয়া সম্ভবত সিবিআই(CBI) ক্লোজ করে দিয়েছে। নোবেল উদ্ধারই হল না, এটা লজ্জার।” এরপরই মুখ্যমন্ত্রী বলেন, “আমরা যেটা পেলাম, সেটা কেউ নিয়ে নিল, হারিয়ে দিল। এটা বড় অসম্মানের। এটা ভীষণ গায়ে লাগে। তবে মনে রাখবেন, একটা নোবেল প্রাইজ গেলেও রবীন্দ্রনাথকে(Rabindranath Tagore) কোনওদিন ভোলা যাবে না। কবিগুরু একজনই হন।”
রবীন্দ্র সদনে(Rabindra Sadan) ররীন্দ্রজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে কবিগুরুর ছবিতে শ্রদ্ধাজ্ঞাপন করেন মমতা। সোমবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্মজয়ন্তী। সেই উপলক্ষ্যে বিভিন্ন জায়গায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেলে ক্যাথিড্রাল রোডে রবীন্দ্র সদনে রাজ্যের তরফে কবিগুরুকে শ্রদ্ধা জানাতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী ইন্দ্রনীল সেন(Indranil Sen), ব্রাত্য বসু(Bratya Basu) সহ বহু বিশিষ্টজনেরা।