আমেরিকার দূতাবাসের সঙ্গে সেমিকন্ডাক্টর নিয়ে কথা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বৈঠকে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ, উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়ও ওই বৈঠকে ছিলেন। মুখ্যমন্ত্রী জানিয়ছেন, ওই প্রকল্পের জন্য জমিও প্রস্তুত রয়েছে। এদিকে রাজ্য পুলিশের ১২ হাজার পদে নিয়োগ নিয়েও ঘোষণা মুখ্যমন্ত্রীর। সোমবার নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিও প্রকাশ করা হবে। সেই আইনি জট কাটলে তবেই নিয়োগ শুরু হবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
সেমিকন্ডাক্টার নিয়ে এদিন নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যসচিব মনোজ পন্থ জানিয়েছেন, "সেমিকন্ডাক্টর নিয়ে আমাদের আলোচনা হয়েছে। উনি জানতে পারলেন, আমাদের এখানে কী স্ট্রেনথ আছে। আমরা কী ভাবছি, তা নিয়ে আলোচনা হয়েছে। আমরা কীভাবে এই সেমিকন্ডাক্টর নিয়ে এগিয়ে যেতে চাইছি, তা নিয়ে আলোচনা হয়েছে। জমি কী কী লাগবে, মুখ্যমন্ত্রী জানিয়েছেন। সবই প্রস্তুত আছে রাজ্যে। যাতে দ্রুততার সঙ্গে এই কাজ করতে পারি, তার জন্য টাইমলাইনের কথাও বলেছেন মুখ্যমন্ত্রী।" মুখ্যমন্ত্রী নিজে জানান, "আমরা ইতিমধ্যেই জমি তৈরি করে রেখেছি। পরিকাঠামো মেধাকে অনেক এগিয়ে নিয়ে যাবে। আমাদের ছেলেমেয়েরা অনেক ট্যালেন্টেড। আমরা বলেছি, এটা একটা রোডম্যাপ হিসেবে, তার আগে জানুয়ারিতে এটা নিয়ে একটা প্রোগ্রাম করা যায়, ভাল হয়। এটা বাংলার অন্যতম অ্যাচিভমেন্ট। আমরা খুশি।"
পুলিশের নিয়োগ নিয়ে মুখ্যমন্ত্রী জানান, "১২ হাজার পুলিশের নিয়োগ আটকে ছিল। এগুলো যদি আগে হয়ে যেত, আমরা নিয়োগ করে দিতে পারতাম। "